fbpx
বাংলাদেশঅপরাধ

রাজধানীতে বাসে আগুন দেয়ায় ২ জনকে হাতেনাতে আটকের দাবি পুলিশের

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দেয়ার সময় ২ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। অন্যদিকে ধানমণ্ডিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

তিনি জানান, অবরোধের পক্ষে জনমনে ভয়-ভীতি সৃষ্টি করতে, সোমবার সন্ধ্যায় বাসে আগুন দেয় আসাদুল তালুকদার ও ইউসুফ শেখ। এসময় টহলপুলিশ তাদের হাতেনাতে আটক করে।

অন্যদিকে, ধানমণ্ডিতে ছিনতাইকালে নুর আলম হাবু ও মোঃ আলমাস নামে ২জনকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক মাসে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button