কমিশন একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছে: সিইসি
কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিচ্ছে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সোমবার নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের তিনি একথা বলেন। সিইসি বলেন, একটি গুরুত্বপূর্ণ দল নির্বাচনে অংশ নিলে ভালো হতো। তারা কমিশনের আহ্বানে সাড়া দেয়নি বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, দাতা দেশগুলো নির্বাচন কেমন হবে সেটি দেখতে চায়, তাই তারা নির্বাচন বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। এছাড়া ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এটা ঠিক যে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ দল অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ করলে অনেক ভালো হতো।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখানকার কর্মকর্তারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন জাপানিরা। ওরা আমাদের নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। সে জন্য ওরা পর্যবেক্ষণ করতে চাচ্ছেন। আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। তারা আরও বিস্তারিত জানতে চেয়েছেন এবং শেষ অবস্থাটা আমরা তাদের অবহিত করেছি; মনোনয়ন জমা পড়েছে, ওর পরে প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি।’
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। সেটা নির্বাচনের পরে দেখা যাবে।’
বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে হাবিবুল আউয়াল বলেন, ‘সেটা দেখা যাক। প্রতিহত যদি উনারা করতে চান সেটা উনাদের ব্যাপার, রাজনৈতিক কৌশল। সেটার ব্যাপারে আমরা কোনো বক্তব্য দেবো না।’