fbpx
বাংলাদেশআওয়ামী লীগজাতীয় নির্বাচননির্বাচনপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট জনশক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট জনশক্তি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে তাঁর সরকার। রোববার  সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়তে চাই। একমাত্র শিক্ষাই পারে। শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত হয় না। এজন্য আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা বাজেটেও বেশি টাকা রাখি। সেটাকে বহুমুখী করার ব্যবস্থাটা করে দিচ্ছি।

তিনি আরও বলেন প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। পড়াশোনা শেখা সহজ করতে অনেক ক্লাসরুম ডিজিটাল করা হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সংশ্লিষ্ট খবর

Back to top button