বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি
প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল : প্রধানমন্ত্রী
নিজের জীবনের স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের স্বপ্ন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া। রোববার পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষিত জাতি ছাড়া একটা দেশ দারিদ্র্যমুক্ত হয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের সরকার শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষাখাতে বাজেটেও বেশি বরাদ্দ রাখার ব্যবস্থা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা উচ্চশিক্ষাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। সেখানে বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, কৃষি, এভিয়েশনসহ সব ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির সভাপতিত্বে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য রাখেন।