fbpx
রাজনীতিআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

নির্বাচন বন্ধ করার সাহস বিএনপি-জামায়াতের নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, দেশকে আরও উন্নত-সমৃদ্ধ করাই আওয়ামী লীগের লক্ষ্য- উল্লেখ করে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, নির্বাচন বন্ধ করার সাহস বিএনপি-জামায়াতের নেই। আগামী ৭ জানুয়ারি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে, নতুন বছরের প্রথমদিনে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতায়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন,  দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে।

বিএনপি-জামায়াত শুধু জ্বালাও-পোড়াও করে মানুষের ক্ষতি করতে জানে, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,  নির্বাচন বন্ধ করার মতো ক্ষমতা তাদের নেই।

দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

এসময় ঢাকার সংসদীয় আসনগুলোতে নৌকার মাঝিদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। তরুণ ভোটারদের নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button