fbpx
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগনির্বাচনপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

ফরিদপুরে শেখ হাসিনার নির্বাচনী জনসভা

প্রায় ৭ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার দুপুরের পরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দলীয় প্রধানকে বরণ করে নিতে ফরিদপুর জুড়ে এখন উৎসবের আমেজ। রঙিনভাবে ফরিদপুর শহরকে সাজানো হয়েছে। সবার মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস।

নির্বাচন সামনে রেখে সরকার প্রধানের এই সফর সফল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, জনসভায় আশেপাশের এলাকা থেকে কয়েক লাখ লোকের জনসমাগম হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button