ভোটের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথ: ইসি

ভোটের সার্বিক বিষয় নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা সন্তুষ্ট। জানান,নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দল, কমিশনের কাছে জানতে চেয়েছেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না। জবাবে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে,ভোট শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী-বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
বৈঠকে কমনওয়েলথের পক্ষে অংশ নেওয়া সদস্যরা হলেন, জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।