fbpx
জাতীয় নির্বাচন

নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে ইসি, নির্বাচিতরা শপথ নেবেন কাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল।

মঙ্গলবার সাংবাদিকদের, এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম।

সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে, বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, কমিশনের পক্ষ থেকে দুইটি আসন ছাড়া বাকি ২৯৮ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। এসময় তিনি বলেন, দেশের জনগণের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিদেশের কে কি মন্তব্য করলো তা কমিশনের দেখার বিষয় না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল।

আগামী কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নবনির্বাচিতদের বরণ করে নিতে, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে, জাতীয় সংসদ সচিবালয়। তাদের শপথের আগে, নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button