fbpx
দেশবাংলা

সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী নিহত

সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের ৪ জন কর্মী নিহত হয়েছেন ৷ শুক্রবার রাত ১১টা ৪৫ এ জৈন্তাপুর থেকে প্রাইভেট কার নিয়ে জাফলং রওয়ানা হন তারা। উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনার ঘটে।  নিহতরা হল- নিজপাট কমলাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), তোয়াসীহাটির রনদিপ এর ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটির আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷

এ বিষয়ে জৈন্তাপুর পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ব্যবসায়ীক কাজে তারা তামাবিল স্থল বন্দর যাচ্ছিলেন ৷ ৪নং বাংলা বাজার এলাকায় পৌছালে দূর্ঘটনার কবলে পড়ে নদীতে পড়ে তাদের প্রাইভেটকার।

স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনের আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ হাসপাতালে নেওয়ার পথে  দুই জনের মৃত্যু হয়।
মরদেহ ময়না তদন্ত শেষে জৈন্তাপুরে পারিবারিক কবরাস্থানে দাফন  করা হয়েছে।

ছাত্রলীগ কর্মীদের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা  জানিয়েছে উপজেলার সর্বস্তরের মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button