আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে ডুবন্ত রাবারের নৌকা থেকে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, লিবিয়া থেকে যাত্রা করা প্রায় ৬০ জন অভিবাসন প্রত্যাশী ডুবে মারা গেছেন।

এক প্রতিবেদেনে বলা হয়েছে, ইউরোপের দাতব্য জাহাজ ওশান ভাইকিং বুধবার ডিঙিটি ভাসতে দেখে। বেঁচে যাওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। ১২ জন নাবালক, দুইজন ছোট শিশু। সেনেগাল, মালি ও দ্য গাম্বিয়ার বাসিন্দা বলে জানানো হয়েছে।

লিবিয়ার জাওইয়া থেকে প্রায় ৮৫ জনকে নিয়ে নৌকাটি ছেড়েছিল। এদের মধ্যে কয়েকজন নারী ছিলেন। নৌকাটির মোটর ভেঙে যাওয়ায় তারা এক সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

জাতিসংঘ বলছে, চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত বিপজ্জনক সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় পথে ২২৭ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button