fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

দেশের মানুষ কিছু পেয়ে থাকলে আওয়ামী লীগ থেকেই পেয়েছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ কিছু পেয়ে থাকলে আওয়ামী লীগ থেকেই পেয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকার প্রধান বলেন, অবৈধ ভাবে জন্ম নেয়া ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী দল গণতন্ত্রের কথা বলে, তারা কি গণতন্ত্রের অর্থ বোঝে।  এদেশে গণতন্ত্রের অধিকার এনেছে আওয়ামী লীগ, গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই ছিলো বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। বঙ্গবন্ধু ছোট থেকেই মানবিক ছিলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করতেন৷ তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন ছিলেন।

বঙ্গবন্ধুর বিশ্বাস ছিলো বাঙ্গালী তাকে কখনো মারবেনা। বঙ্গবন্ধুর পরিবারের কেউ এবং আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেটাই খুনিরা চেয়েছিলো।

 ক্ষমতা ভোগের বস্তু নয়। এটি মানুষের প্রতি দায়িত্ব পালনের উপায় বলেও জানান সরকার প্রধান ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button