শোক সংবাদ
মানিকগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন পাইলট আসিম জাওয়াদ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট, আসীম জাওয়াদ রিফাতের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে, মানিকগঞ্জ পৌরসভার সেওতা কবরস্থানে দাফন করা হয়েছে।
দুপুরে, মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের লাশ মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে, হেলিকপ্টার যোগে এসে পৌঁছায়। বৈমানিক আসীম জাওয়াদের মরদেহের সঙ্গে, তাঁর বাবা ডা. আমানউল্লা, স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন।
এসময় তার আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিমান বাহানী তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেয়।
বাংলা টিভি / বুলবুল