fbpx
অপরাধ

কক্সবাজারের উখিয়ায় দুই আরসা সন্ত্রাসী গ্রেফতার,অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের উখিয়ায়,রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে, আরসা’র আস্তানায় অভিযান চালিয়ে, দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে,  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে,অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্যরা নতুন আস্তানা গড়ে তুলেছে বলে, মঙ্গলবার রাতে খবর পায় র‌্যাব। এরপর ভোররাতে সেখানে অভিযান শুরু করা হয়। একপর্যায়ে র‌্যাব সদস্যরা সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে, আরসা সদস্যরা তাদের লক্ষ্য কোরে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পালিয়ে যাওয়ার সময় ২ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব। পরে আরসা’র আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button