fbpx
প্রধান উপদেষ্টাখেলাধুলা

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা

পাকিস্তানের মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান দেয়া হয়।

এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম।

ড. ইউনূস জানান, পাকিস্তানে তাদের এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভের ২৪ বছর কেটেছে। এর মধ্যে অনেক দেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবারই প্রথম।

পাকিস্তানকে প্রথম ম্যাচে ১০ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড. ইউনূস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে কথা বলেন এবং অভিনন্দন জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button