fbpx
আন্তর্জাতিকবিনোদনযুক্তরাষ্ট্র

মাথায়, গলায় লিপস্টিক, চলছে দক্ষ হাতে মেকআপ! দুই কন্যার হাতে পর্যুদস্ত ‘দ্য রক’

মেঝেয় চুপচাপ বসে রয়েছেন ‘দ্য রক’। তাঁর চোখে-মুখে লাল র‌ং। গলায়ও রয়েছে আঁকিবুঁকি। মাথায় লাগানো রয়েছে অজস্র স্টিকার। তার মধ্যেই লিপস্টিক ঘষতে শুরু করল অভিনেতার কন্যা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন হলি অভিনেতা তথা কুস্তিগির ডোয়েন জনসন। তাঁর দুই কন্যাসন্তান খেলার ছলে মেকআপ করছে ডোয়েনের।

অভিনেতা নিজেই তাঁর ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে ডোয়েনের সঙ্গে ছিল তাঁর ন’বছরের কন্যা জ্যাসমিন জনসন এবং ছ’বছর বয়সি কন্যা টিয়ানা জনসন। ডোয়েনের জ্যেষ্ঠ কন্যা সাইমন জনসন অবশ্য সেখানে ছিলেন না। ভিডিয়োটি পোস্ট করে ডোয়েন লিখে জানিয়েছেন, তাঁর দুই কন্যা চাইছিল ‘আই শ্যাডো’ লাগিয়ে মেকআপ করে দিতে। কন্যাদের ইচ্ছাপূরণ করতে রাজি হয়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু তাদের জানিয়েছিলেন, তাড়াতাড়ি মেকআপ করতে। কারণ, তাঁকে আবার শরীরচর্চা করার জন্য জিমে যেতে হবে। এই বলে মেঝেয় বসে পড়েছিলেন ডোয়েন। তার পর বাবার সঙ্গে খেলা জুড়ে দিল দুই খুদে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, অভিনেতার নাকে কালো রং করা। গালে লাল রঙে ভরে গিয়েছে। এক কানে দুল পরানো। চোখের মেকআপ করা হয়ে গিয়েছে তা ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে। গলায় লাল রঙের লিপস্টিক ঘষে হার এঁকে দেওয়া হয়েছে। ডোয়েনের মাথায় স্টিকার লাগানো। মেকআপও করা হয়েছে নানা রকম।

তার উপর সেখানে রং পেনসিলের মতো লিপস্টিক ঘষতে শুরু করে ডোয়েনের এক কন্যা। লিপস্টিকটি ভেঙে গেলেও হাল ছাড়ে না সে। অপর কন্যা আবার নেলপলিশ নিয়ে ডোয়েনের মাথায় ঘষতে শুরু করে। ভিডিয়োটি দেখে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ডোয়েনের অধিকাংশ অনুরাগী। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব মিষ্টি। মেয়েরা তো তাদের বাবার কাছে এমন আবদার করতে পারে।’’

সংশ্লিষ্ট খবর

Back to top button