fbpx
আন্তর্জাতিকএশিয়া

জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃতে ভারতজুড়ে মানববন্ধন কর্মসূচি

গত সোমবার জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে ভারতজুড়ে বন্‌ধ কর্মসূচি চলছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃতে এ কর্মসূচিতে যোগ দিয়েছিলো ২১টি দল।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে সকালে প্রতিবাদ মিছিলে যোগ দেন রাহুল গান্ধী। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি কর্মসূচিতে সমর্থন না দিলেও, প্রতিবাদ মিছিলে দেখা গেছে তাদের এক শীর্ষ নেতাকে।

শারদ পাওয়ার, এম কে স্ট্যালিনের মতো বিরোধীদলের শীর্ষ নেতাদের পাশাপাশি বাম দলগুলো বন্‌ধের প্রতি সমর্থন জানিয়েছে। তবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এতে যোগ দেবে না। কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও বিহারে এর ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম।

রোববার পেট্রলে লিটারপ্রতি ১২ এবং ডিজেলে ১০ পয়সা দাম বাড়ায় মোদি সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button