fbpx
ক্রিকেটখেলাধুলা

নারী টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

নারী টি- টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে খেলার সুযোগ পেলো বাংলাদেশ। বাছাইয়ের ফাইনালে থাইল্যান্ডকে ৭০ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো সালমা খাতুনের দল।

গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। তাই ফাইনালটি ছিলো শুধু মাত্র নিয়মরক্ষার। তাতেও কোনো ছাড় দেয়নি তারা। ফোর্টহিলে আগে ব্যাট করে বাংলার নারীরা। দুই ওপেনার সানজিদা ইসলাম এবং মুরশিদা খাতুন মিলে গড়েন ৬৮ রানের জুটি। ৩৩ রান করেন মুরশিদা।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। কিন্তু সানজিদা ইসলামের ৭১ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে বাংলাদেশ। জবাবে বোলারদের সাঁড়াসি বোলিংয়ে তোপে ৬০ রানে ‍গুটিয়ে যায় থাইল্যান্ড নারী দল।

নাহিদা আক্তার এবং শায়লা শারমিন নেন দুইটি করে উইকেট। একটি করে পান সালমা খাতুন এবং খাদিজাতুল কুবরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button