fbpx
আন্তর্জাতিকএশিয়া

শান্তি আলোচনায় আগ্রহী তালেবানরা : ট্রাম্প

থ্যাঙ্কসগিভিং ডে উললক্ষ্যে অঘোষিত সফরে প্রথমবার আফগানিস্তানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে দেখা করে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা চলছে।

রাজধানী কাবুলের বাইরে বাগরাম বিমান ঘাঁটিতে তিনি মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেন। এসময় তিনি জানান, তালেবান শান্তি আলোচনায় আগ্রহী। এছাড়া তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

গত সেপ্টেম্বরে তালেবান নেতাদের সঙ্গে আলোচনার কথা থাকলেও হঠাৎ করেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে আফগানিস্তান থেকে অনেক সৈন্য ফিরিয়ে নেয়া হয়েছে। এখনো মোতায়েন রয়েছে প্রায় ১৩ হাজার সৈন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button