fbpx
বিশ্ববাংলা

৩১ ডিসেম্বরের মধ্যে না ফিরলে কঠোর ব্যবস্থা

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি আবু দাউদ।

তিনি জানান, দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে, কোনো পক্ষের সঙ্গে আপসে যাবে না প্রশাসন। ৪ মাস আগে শুরু হওয়া সাধারণ ক্ষমা কর্মসূচী শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।

নিজ দেশে ফিরে যেতে ইমিগ্রেশনের প্রতিটি কাউন্টারে অবৈধ অভিবাসীদের প্রচন্ড ভীড় লক্ষ করা গেছে। ভীড় কমাতে সেদেশের সরকারি ছুটি শনি ও রোববারেও ইমিগ্রেশন কাজ করছে বলে জানায় সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button