বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের জন্য নতুন ভিসা

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্যতা সম্পন্ন, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের জন্য নতুন এনএইচএস ভিসা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস জনশক্তির ঘাটতি মেটাতে, এ পরিকল্পনার কথা জানানো হয়েছে। সম্প্রতি জনসনের পক্ষে তার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির সরকারের পার্লামেন্ট শুরুর ভাষণে ওই ভিসার কথা নিশ্চিত করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
তিনি বলেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের জনশক্তি বৃদ্ধি ও তাদের সহায়তায় পদক্ষেপ নিতে হবে। আর নতুন ভিসা যোগ্যতা সম্পন্ন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য পেশাজীবীদের দ্রুত যুক্তরাজ্যে প্রবেশ নিশ্চিত করবে।
ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট নথি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীদের এনএইচএস-এ চাকরির প্রস্তাব দেয়া হবে। আর যারা স্বীকৃত মান অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত হবে, তাদের ফার্স্ট ট্র্যাক ভিসা দেয়া হবে। এর মাধ্যমে তাদের ফিসা ফি কমবে।