বিশ্ববাংলা
দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের টাকা ফেরত দেবে দূতাবাস

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরা কার্যক্রমের আওতায়, নিবন্ধিত প্রবাসীরা দূতাবাসের সাথে যোগাযোগ রাখছেন না বলে, তাদের টাকা ফেরত দেবে দূতাবাস।
গত মঙ্গলবার দূতবাস একটি বিজ্ঞপ্তিতে, ১৪৯ জন প্রবাসীর তালিকা প্রকাশ করে জানায়, এসব প্রবাসীর দেশে ফেরার জন্য ক্লিয়ারেন্স পাওয়া গেলেও, প্রবাসীদের অধিকাংশই দূতাবাসের সাথে যোগাযোগ রাখছেন না।
এমনকি, দূতাবাসের পক্ষ থেকে ফোন করেও, তাদেরকে পাওয়া যাচ্ছে না। ফলে, তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এদিকে, স্বেচ্ছায় দেশে ফেরার এই কার্যক্রম শীগগীরই বন্ধ করে দেয়া হবে।
তাই যারা দেশে যাবেন না, তাদেরকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে, স্বশরীরে দূতাবাসে উপস্থিত হয়ে জমাকৃত টাকা ফেরত নিতে বলা হয়েছে। আর যারা নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করবেন না, পরবর্তীতে তাদের কোনো আপত্তি বা আবেদন গ্রহণ করবেনা দূতাবাস।