Uncategorized

মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালটি স্থায়ীভাবে থাকবে : আতিক

মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালটি স্থায়ীভাবে থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শনিবার মেয়র হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে- নগরী বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন,  অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নগরী ও নগরবাসীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ,প্রকল্প ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র আতিকুল ইসলাম।

এসময় নগরীতে আরো বেশকিছু পয়েন্টে পথচারী পারাপার সড়কের উপর লিফট সম্বলিত ফুটওভার ব্রিজ তৈরির কথা জানান তিনি।

এডিস মশা নিধনে নগরবাসীর সাহায্য ও সহযোগিতা কামনা করেন মেয়র আতিক। এছাড়া বেদখল খাল উদ্ধার, ডিএনসিসি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আবাসন সুবিধাসহ বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হচ্ছে জানিয়ে, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একটি প্রকল্প হাতে নেয়ার কথা জানান ডিএনসিসি মেয়র।

কোনরকম নোটিশ ছাড়াই অবৈধ দখলদারদের উচ্ছেদেরও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া, সিটি করপোশনের কারো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

বাংলাটিভি/এআর

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button