fbpx
বিনোদনঢালিউড

রাজকুমারীর বেশে দেখা গেল মিথিলাকে

টলিউডের পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘মায়া’ছবির প্রচারণা চালাচ্ছেন মিথিলা। এতে রাজকুমারীর বেশে দেখা গেছে মিথিলাকে। এর মধ্যে তার করা ফটোশুটের ছবি ও ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।

গতকাল সোমবার নতুন ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল… সে নিজেকে রাজকুমারী ভাবত’।

কিছুদিনের মধ্যেই টলিউডের ছবিতে অভিষেক হবে মিথিলার। সম্প্রতি হয়ে গেছে ‘মায়া’র লোগো লঞ্চ অনুষ্ঠান, হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। রাজর্ষি দে-র মায়া’তে মিথিলার পাশাপাশি দেখা মিলবে কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকের।

শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায়, মাহিরা থেকে মায়া হয়ে ওঠার নানান জার্নিতে এই পিরিয়ড ছবিতে ধরা দেবেন মিথিলা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মায়া-তে তিনটে আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন তিনি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button