fbpx
বিনোদনঢালিউড

অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরীমনির সিনেমা স্ফুলিঙ্গ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি অভিনিত মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা বিনা পয়সায় দেখতে পারবে দেশের সিনেমাপ্রেমীরা। মার্চ মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছিলেন নন্দিত অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ।

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ৮ মাস পর এবার অনলাইনে মুক্তি পেয়েছে স্ফুলিঙ্গ। ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে উন্মুক্ত করা হয় এই সিনেমা।কম্পিউটার কিংবা মুঠোফোন যেকোনো উপায়ে টফির প্ল্যাটফর্মে প্রবেশ করে সিনেমাটি দেখা যাবে।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এর মূল বক্তব্য। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা,ফজলুর রহমান বাবু,রওনক হাসান প্রমুখ।

বাংলাটিভি/জাবেদ/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button