আজ থেকে শুরু ২০তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানে আজ থেকে শুরু হয়েছে বিংশতিতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বিকেলে জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সহ অন্যরা।
এবারের উৎসবে বাংলাদেশসহ সত্তরটি দেশের সোয়া দুইশ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে।
আরো জানা গেছে, উৎসবের ২২৫টি সিনেমার মধ্যে পূর্ণদৈর্ঘ্য বা ৫০ মিনিটের বেশি দৈর্ঘ্যের চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি এবং স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬ টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪০ টি। বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ১৮টি পূর্ণদৈর্ঘ্য।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ) ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র দেখানো হবে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল সাড়ে ১০ টা, দুপুর ১টা ও বিকাল ৩টার প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিনা মূল্যে সিনেমা দেখতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। এর বাইরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
বাংলাটিভি/ রাপ্পি