বিনোদন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ প্রর্দশিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “অসমাপ্ত চা”

১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রর্দশিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “অসমাপ্ত চা”। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মৌসুমী আচার্য্য এবং পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
গল্পটিতে একজন নারীর কন্যা থেকে স্ত্রী হয়ে উঠার গল্প তুলে ধরা হয়েছে। বর্তমান সমাজে সময়ের সাথে বাস্তবতায় কিভাবে একজন নারীর স্বপ্ন, স্বাদ ও ইচ্ছেগুলো হারিয়ে যায় ,তার প্রতিচ্ছবি এই গল্পে তুলে ধরা হয়েছে।
একক চরিত্রের এই স্বল্পদৈর্ঘ্য গল্পের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয়ে ফিরেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। গতকাল থেকে শুরু হয়েছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।