আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটি রেকর্ড-এর ফিরিস্তি দিয়ে একটি পোস্টও দিয়েছেন অতুল।
সেখানে ২০২২ সালের হিসাবে ‘পরাণ’ হায়েস্ট ওপেনিং ডে গ্রস কালেকশন করেছে বলে জানিয়েছেন। পাশাপাশি পাঁচ সপ্তাহ ধরে একই ট্রেন্ডে চলা, মাল্টিপ্লেক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরা চলা বাংলা সিনেমা, অগ্রিম টিকিট বিক্রি (চলমান), গণমাধ্যম ও দর্শকের কাছে সবচেয়ে কম প্রমোশনে বেশি হাইপ ওঠা, বছরের সেরা ভালো গানের তকমা, দেশের বাইরে (অস্ট্রেলিয়া) দর্শক চাহিদার কারণে অগ্রিম টিকিট বিক্রি এবং দর্শক চাপে মল্টিপ্লেক্সগুলোতে শো বাড়ানোর মতো অর্জনগুলোর বিষয় উঠে এসেছে।
অপরদিকে, ‘পরাণ’ সিনেমাটি সিনেমা বোদ্ধা ও সংশ্লিষ্টদের কাছেও ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এ ব্যাপারে সিনিয়র পরিচালক সাইদুর রাহমান সাঈদ আজকালের খবরের কাছে জানিয়েছেন- ‘পরাণ’ এর এই রিপিট দর্শক ব্যাপারটা খুবই ইতিবাচক। আমরা প্রত্যাশা করবো লাইভ টেকনোলজিস ব্যাক টু ব্যাক সিনেমা প্রযোজনা করবে। তারা একদিকে যেমন দর্শক হলে এনেছেন, তেমনি লগ্নিকৃত অর্থও তুলে নিতে পেরেছেন। এতে করে অন্যান্য প্রযোজকরাও ভালো মানের সিনেমা বানাতে আগ্রহী হবেন।
‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোশান। আরও আছেন রাশেদ অপু, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।
‘পরাণ’ রায়হান রাফীর তৃতীয় চলচ্চিত্র। এছাড়াও তরুন এই নির্মাতার ‘দামাল’ ও ‘নূর’ সিনেমা দুটি মুক্তির অপেক্থায় রয়েছে।
এদিকে দর্শক চাহিদার কারণে গ্রান্ড সিলেট সিনেপ্লেক্সের আজ থেকে শুরু হয়েছে ‘পরাণ’ ঝড়। সিনেপ্লেক্সের পরিচালক (অর্থ) আজকালের খবরকে বলেন, ‘হাওয়া’ দিয়ে উদ্বোধন করলেও আমাদের দর্শকরা ‘পরাণ’ দেখার জন্য অপেক্ষা করছিলো। তাদের সুবিধার্থে ‘পরাণ’ চালাচ্ছি।