fbpx
বাংলাদেশআন্তর্জাতিকজনদুর্ভোগ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপিডোতে মিয়ানমার-বাংলাদেশ বৈঠক আজ

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন চূড়ান্ত করতে দীর্ঘ ৪ বছরের বেশি সময় পর আলোচনায় বসছে বাংলাদেশ।

আজ  সোমবার (৪ সেপ্টেম্বর)  মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার মিয়ানমার থেকে বাংলাদেশের প্রতিনিধিদলের একাধিক সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুন গেছেন।

চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় ডিসেম্বরের মধ্যে ছোট পরিসরে প্রত্যাবাসন শুরুর পথে প্রতিবন্ধকতা দূর এবং রোহিঙ্গাদের আস্থা স্থাপনের পদক্ষেপ নিয়ে দুই দেশের কর্মকর্তারা এ বৈঠকে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button