fbpx
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু ২৪, নিখোঁজ অনেকে

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উত্তর-মধ্যাঞ্চলে মকওয়া জেলায় ভ্রমণের সময় ডুবে যায় কাঠের নৌকাটি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান জয়নাব সুলাইমানের জানান, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের সন্ধান করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৪টি মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩০ জন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।’

নৌকা দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নিয়মিত ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এসব দুর্ঘটনা ঘটে। তিন মাস আগে দেশটিতে নৌকাডুবিতে প্রাণ হারান শতাধিক মানুষ।

সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট খবর

Back to top button