fbpx
আন্তর্জাতিকবাংলাদেশযুক্তরাষ্ট্র

ভিসানীতির উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা: ম্যাথিউ মিলার

ভিসানীতির উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, গণমাধ্যম এর আওতায় পড়বে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির উদ্দেশ্য জাতীয় নির্বাচনে কারও পক্ষ নেয়া নয়। এর উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা বা সমর্থন করা।

মিলার আরও স্পষ্ট করেন, এই নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রশ্ন করা হলে, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলে জানান মার্কিন এই মুখপাত্র।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button