
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, শঙ্কিত কেন হবো।’
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে হাজির হয়ে তিনি এ মন্তব্য করেন।
গ্রামীণ টেলিকমের শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি সেখানে ছিলেন।
তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে সকাল ১০টা ৫৬ মিনিটে ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বের হন এই নোবেল বিজয়ী।
দুদক কার্যালয় থেকে বের হয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রামীণ টেলিকমের ডব্লিউপিপিএফ’র কোনো অনিয়মের সঙ্গে তার মক্কেল জড়িত নন।তিনি বলেন, গ্রামীণ টেলিকমের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম অনুযায়ী লভ্যাংশ দেওয়া হয়েছে।
আইনজীবী বলেন, ড. ইউনূস ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’ হওয়ায় জাতিসংঘে বৈঠক থাকা সত্ত্বেও তদন্তে তাদের সহায়তা করতে দুদকে গিয়েছিলেন।
এর আগে মঙ্গলবার ড. ইউনূস ও বাকি ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
২৭ সেপ্টেম্বর ড. ইউনূসকে লেখা চিঠিতে দুদক জানায়, গ্রামীণ টেলিকম কোম্পানির ম্যানেজমেন্ট কাউন্সিলসহ ১৩ জনের বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলার সুষ্ঠু তদন্তের জন্য ড. ইউনূসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।