বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে সর্বোচ্চ আর এক বছর আছেন বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার দুপুরে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সাথে নিজ বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় বিসিবি সভাপতি জানান, আমি আর বেশিদিন নেই, আর একটা বছর আছে। এর মধ্যে টিম আমি ঠিক করে যাবো। সবার সাথে কথা বলে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেয়া লাগে, সেটি নেবেন বলেও জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।