আন্তর্জাতিকঅন্যান্যআবহাওয়া
বন্যার কবলে পূর্ব আফ্রিকা, কেনিয়া ও সোমালিয়ায় নিহত দুইশতাধিক
ভয়াবহ বন্যার কবলে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ও সোমালিয়া। এ পর্যন্ত অন্তত দুইশতাধিক লোক নিহতের খবর পাওয়া গেছে দেশ দুটিতে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন এ পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছে। অপরদিকে পূর্ব আফ্রিকার আরেকদেশ সোমালিয়ায়ও ভারী বৃষ্টি এবং বন্যায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে।
কেনিার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীদের জন্য ১২০টি ত্রাণশিবির খোলা হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে পূর্ব আফ্রিকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবেই কেনিয়া ও সোমালিয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনোর জন্যই পূর্ব আফ্রিকায় এই ধরনের বৃষ্টি হচ্ছে।