নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনশেষে জয়ের পথে বাংলাদেশ দল। ৩৩২ রানের টার্গেটে ৭ উইকেট হারিয়ে বিপাকে কিউইরা।
সিলেট টেস্ট বাঁচাতে তাদের দরকার ২১৯ রান এবং টাইগারদের প্রয়োজন ৩ উইকেট ।
এরআগে নাজমুল হাসান শান্তের শতক এবং মুশফিক ও মিরাজের অর্ধশতক রানে ভর করে ৩৩২ রানের টার্গেট দেয় টিম টাইগার্স। টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে উইলিয়ামসনরা। ইনিংসের প্রথম ওভারেই লাথামকে ফেরান শরিফুল। এরপরে তাইজুলের ঘুর্ণিতে ভেঙ্গে পড়ে কিউইদের মিডল অর্ডার। মাত্র ৪০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয় এ বাহাতী। বাংলাদেশ দলের জয় সময়ের ব্যাপার।