fbpx
বাংলাদেশঅন্যান্য

সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক আব্দুর রশীদ কর্তৃক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাব।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে ক্র্যাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আগামী ১০ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানায় সাংবাদিক সমাজ। এসময় সাংবাদিক নেতারা বলেন, বানোয়াট মামলা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে বাঁধা দেয়ার শামিল।

গত ২১ নভেম্বর ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, কর্ণফুলীর ৭ ড্রেজার নির্মাণে দুর্নীতি’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি সম্পুর্ণই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনের অংশ। তারপরও এ রকম হয়রানিমূলক মামলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, ইশারফ হোসেন ইসা, ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলু, কামরুজ্জামান খান, আসাদুজ্জামান বিকু, আলাউদ্দিন আরিফ, ডিআরইউর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্র্যাবের সিনিয়র সদস্য জামিউল আহসান সিপু, র‌্যাকের সভাপতি আহমেদ ফয়েজ প্রমুখ।

বাংলা টিভি /এএইচএমএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button