fbpx
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগরাজধানীরাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নমনীয় আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহনমূলক।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভরা ডুবির আশংকা থেকেই বিএনপি নির্বাচন ভন্ডুল করার পায়তারা করছে বলেও জানান তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অসংখ্য স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের বিরুদ্ধে দল কোন ব্যবস্থা নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,

আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবে কেউ প্রার্থী হলে তা ইতিবাচক।অপরাজনীতির জন্য অনেক আগে থেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে বিএনপি। তাই জনগণকে নিয়ে চিন্তা না করে, নির্বাচন প্রতিহত করার পায়তারা করছে তারা বলেও জানান তিনি।  অনেকে বিএনপির নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ ধারায় ফেরায়, তাদের ধন্যবাদ জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button