fbpx
বানিজ্য সংবাদ

স্বস্তি ফিরেছে গরুর মাংসে

দীর্ঘ দুই বছর পর স্বস্তি ফিরতে শুরু করেছে গরুর মাংসের দামে। কদিন আগেও কেজিপ্রতি ৮৫০ টাকার মাংস এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। হঠাৎ করে এভাবে মাংসের দাম কমায় খুশি নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তবে আবারও বাড়তে শুরু করেছে ভোজ্যতেল আর পেঁয়াজের দাম।

সম্প্রতি ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন রাজধানীর কিছু  ব্যবসায়ী । তার দেখাদেখি রাজধানীর বেশিরভাগ বাজারে শুরু হয় কম দামে মাংস বিক্রি ।

শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পরযন্ত। এর মধ্যে ভোজ্যতেলের দাম আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চেয়েছেন ক্রেতারা।

নাজমুল হাসান রাজ/ বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button