fbpx
আন্তর্জাতিক

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ। মঙ্গলবার গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবের ওপর জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হয়। যুদ্ধবিরতির বিপক্ষে ছিল ১০টি দেশ। ভোট দেয়া থেকে বিরত ছিল ২৩টি দেশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে , গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিশর এই প্রস্তাব তুলেছিল। বাংলাদেশ ও ভারত যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিপক্ষে ভোট দিয়েছে ।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তবটি যে পাস হবে তা আগেই ধারণা করা হচ্ছিল। সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। রাজনৈতিক গুরুত্ব রয়েছে ও বিষয়টি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছিল। প্রস্তাবটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। মূলত এরপরই সাধারণ পরিষদে ভোটাভুটির এই পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button