বিএনপি-জামায়াতকে বয়কট করুন: প্রধানমন্ত্রী
একাত্তরের পরাজিত শক্তির দালালেরা এখন পাকিস্তানী হানাদারদের মতো দেশের মানুষকে হত্যা করছে, বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহবান জানান তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বক্তৃতাকালে, একাত্তরে পাকিস্তানীদের নৃশংসতায় শহীদদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির দালালেরা আজকে দেশের মানুষকে হত্যার পরিকল্পনা নিয়ে নাশকতা করছে। যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন কেটে রেখে এবং ফিসপ্লেট তুলে ফেলে জনসাধারনের জীবন বিপন্ন করেছে বিএনপি-জামায়াত। নাশকতাকারীদের প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে।