fbpx
বিশ্ববাংলা

সৌদি আরবে বাড়ছে পর্যটন শিল্পের বিকাশ

তেল নির্ভর সৌদি আরবে দিনদিন বাড়ছে পর্যটন শিল্পের বিকাশ। ফিফা বিশ্বকাপে বিদেশী পর্যটক টানতে মরুর বুকে গড়ে তোলা হচ্ছে নান্দনিক  পর্যটনকেন্দ্রও।

মুসলিম বিশ্বের আগ্রহের যায়গাকে কেন্দ্র করেও গড়ে উঠছে এসব নতুন নতুন স্থাপনা। বাংলাদেশেও আধুনিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলতে পারলে পর্যটন নির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব,বলছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা  টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে উঠে আসে  এসব তথ্য।

মুসলিম বিশ্বের পবিত্র স্থান মক্কা-মদিনার দেশ সৌদি আরব। এ আগ্রহকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশটিতে গড়ে উঠেছে পর্যটন শিল্প। সম্ভাবনাময় এ খাত থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আয় করছে মরুর দেশটি।

পর্যটন নির্ভর অর্থনীতি গড়তে বিদেশী পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করার ঘোষণাও দিয়েছে সৌদিআরব। ২০৩৪ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করেও মুসলিম প্রধান এ দেশটিতে গড়ে তোলা হচ্ছে নতুন পর্যটন নগরী।

ক্যাপ্টেন আশ্রাফ আলীম বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নতি হলেও তা বিশ্বমানের নয়। তাই বিদেশী পর্যটককে আকৃষ্ট করতে ট্যুরিজম ব্যাবস্থা সহজলভ্য করার আহবান  বিশেষজ্ঞদের।

বিশ্বের বৃহত্তম বদ্বীপের দেশ বাংলাদেশও রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। তাই বৃহত্তম সমুদ্র সৈকতের এ দেশটির পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ বৃদ্ধির আহবান রেমিটেন্সযোদ্ধাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button