মালয়েশিয়ায় প্রবাসীদের এক দিনে ৩ সহস্রাধীক পাসপোর্ট বিতরণ
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে এক দিনে রেকর্ড সংখ্যক তিন হাজারের বেশি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশনে প্রবাসী বাংলাদেশিদের নাম দ্রুত নিবন্ধনের উদ্যোগ নেয় দূতাবাস। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন এমন ৩ হাজার ১২৪ জনকে রবিবার সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয়। এখন পর্যন্ত হাইকমিশন থেকে ১ লাখ ১০ হাজার ১১ টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। হাইকমিশনের এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে এবং ২৯ ও ৩০ ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।