fbpx
দুর্ঘটনাবাংলাদেশরাজধানী

ঢাকা স্টেশন এলাকায় লাইনচ্যুত একতা এক্সপ্রেস

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ঢাকা রেলস্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর লাইনচ্যুত হয়েছে। ফলে ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলস্টেশন ছাড়ার কথা থাকলেও ১০টা ২৩ মিনিটে ছাড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলমান আছে। ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি আরও জানান, অন্য ট্রেনগুলো ২০ থেকে ২৫ মিনিট বন্ধ ছিল। ট্রেনের মুভমেন্ট শুরু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button