নৌকার প্রচারণায় কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে কাল রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত নেতাকর্মীসহ স্থানীয়রা।
কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান যোগে রংপুরের সৈয়দপুরে পৌঁছাবেন। সেখান থেকে যাবেন,তারাগঞ্জ উপজেলায়।সেখানে তিনি নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের সমর্থনে, তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে সড়ক পথে তার শশুর বাড়ির এলাকা পীরগঞ্জ যাবেন।
পীরগঞ্জ পৌঁছে প্রধানমন্ত্রী তার প্রয়াত স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে, নিকট আত্মীয়দের সাথে সাক্ষাৎ করবেন। পরে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, নৌকার প্রার্থী স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে, তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় ব্যাপক নিরাপত্তা মূলক ব্যাবস্থা নেয়া হয়েছে।
এদিকে,প্রধানমন্ত্রীর পীরগঞ্জ সফরকে মাইলফলক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রেখেছিলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।