মহিবুল ইজদানী খান ডাবলু পুনরায় সুইডেনের বিচারক নির্বাচিত
বাংলাদেশী বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মহিবুল ইজদানী খান ডাবলু স্টকহল্ম আপিল কোর্টে পুনরায় বিচারক নির্বাচিত
সুইডিশ লেফট পার্টি থেকে মনোনীত হয়ে ২০০৮ থেকে সিভিয়া (স্টকহল্ম) আপিল কোর্টে নির্বাচিত বিচারকের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মহিবুল ইজদানী খান ডাবলুl আগামী ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত স্টকহল্ম আপিল কোর্টে পুনরায় তিনি নির্বাচিত বিচারক হিসেবে মনোনীত হয়েছেনl এখানে উল্লেখযোগ্য যে তিনি বর্তমানে স্টকহল্ম আপিল কোর্ট নির্বাচিত বিচারক সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্টl
মহিবুল ইজদানী খান ডাবলু দীর্ঘ ৩০ বৎসর যাবত সুইডেনের মুল্ধারার রাজনিতিতে সক্রিয়l তিনি ২০১০ ও ২০২২ লেফট পার্টির প্রার্থী হয়ে সুইডিশ পার্লামেন্টে নির্বাচন করেনl এছাড়া স্টকহল্ম জেলা কাউন্সিলে নির্বাচিত কাউন্সিলার হিসেবে ৮ বৎসর দায়িত্ব পালন করেনl মহিবুল ইজদানী খান সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটির মনোনয়ন বোর্ডে একটানা ৬ বৎসর ও লেফট পার্টি স্টকহল্ম হেসেল্বি ভেলেংবি ব্রাঞ্চে একটানা ১০ বৎসর দায়িত্ব পালন করেনl
তিনি বর্তমানে সুইডিশ লেফট পার্টি স্টকহল্ম ডিসট্রিক্ট কমিটির নির্বাচিত মেম্বার। মহিবুল ইজদানী খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমানের সিকিউরিটি অফিসার মরহুম আলী মেহদী খানের পুত্রl
বাংলা টিভি / বুলবুল