fbpx
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগনির্বাচনপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

 ৬ জেলার জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরও ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে এসব জনসভায় যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের সভাপতি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভায় অংশ নেবেন। তিনি পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এর আগে গত ২১শে ডিসেম্বর পাঁচটি এবং ২৩শে ডিসেম্বর ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button