আন্তর্জাতিক
রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ২১
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। শনিবার রুশ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় ১১১ জন আহত হয়েছেন। শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোদের অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেন শাস্তি থেকে রেহাই পাবে না। অন্যদিকে রুশ বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোড অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া দেশজুড়ে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর কর্মকর্তারা।