প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চক্রান্ত এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না গিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। তবে তাদের ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে আরও উৎসাহীত হয়েছেন।
সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ফিলিস্তিনে গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না।