বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুরান ঢাকার ব্যারিস্টার সাইফুর রহমান।
দুপুরে ক্র্যাব কার্যালয়ে নবনির্বাচিত ২ নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, দৈনিক সংবাদ সারাবেলা সিনিয়র রিপোর্টার মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাইফুল, মাসুদ আলম, হাসান ইমাম ইমরান, অ্যাডভোকেট আব্দুল আউয়াল সুমন, অ্যাডভোকেট শাহজালাল, জহিরুল ইসলাম সেলিম, রিফাত, সোহান, আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩০০ ভোটারের মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।