fbpx
খেলাধুলাক্রিকেট

বিপিএলে কুমিল্লাকে হারিয়ে ঢাকার শুভ সূচনা

হার দিয়ে বিপিএল শুরু  করলো টানা দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা।  শরীফুলের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে ফিফটির দেখা পায় ওপেনার মোহাম্মাদ নাঈম শেখ। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েসের ফিফটিতে ৫ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা। জবাবে  নাঈম শেখের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে জয় পায় দুর্দান্ত ঢাকা।

কুমিল্লার ১৪৪ রান তাড়া করতে ঝোড়ো সূচনা পায় দুর্দান্ত ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে বিপিএলের নবাগত ফ্রাঞ্চাইজিটি। ১২.৪ ওভারে ১০২ রানের জুটি উপহার দেন ঢাকার দুই ওপেনার নাঈম শেখ ও গুনাথিলাকা। ৪০ বলে ৫২ রানে আউট হন টাইগার ওপেনার নাঈম। ইনিংসটিতে ৩টি করে চার ও ছক্কা মারেন বাঁহাতি এই ওপেনার।

নাঈমকে ফেরানোর পর ধানুশ গুনাথিলাকাকেও বিদায় দেন তানভীর ইসলাম। ৪২ বলে ৪১ রান করেন এই লঙ্কান ওপেনার। ১১৮ রানে আরেক লঙ্কান লাসিথ ক্রুপসপুলেকে ফিরিয়ে চাপ সৃষ্টি করেন কাটার মাস্টার মুস্তাফিজ। জয় থেকে ২ রান দূরে থাকতে ইরফান শুক্কুরকে ২৪ রানে ফেরান বাঁহাতি এই পেসার। কিন্তু পরের বলেই ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন লঙ্কান অলরাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা।

এর আগে ইমরুল কায়েসের ৬৬ রানের ইনিংসে ভর করে ফাইটিং স্কোর গড়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ব্যাক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস। দ্বিতীয় জুটিতে ১০৭ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। বিশাল জুটি সত্ত্বেও বড় সংগ্রহ গড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ইমরুল এবং ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন হৃদয়।

ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মহিদুল হাসান অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন শরীফুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button