
সাগর রুনির হত্যাকাণ্ডের প্রকৃত আসামিকে পুলিশ ধরতে না পারায়, তদন্তে সময় লাগছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। তবে তিনি বলেছেন, ৫০ বছর সময় লাগলেও হত্যাকাণ্ডে জড়িতদের ধরা হবে।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাগর রুনির হত্যা মামলার তদন্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় আইনমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত প্রকৃত অপরাধীকে না ধরা হবে, ততদিন তদন্ত চলবে। এসময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ অন্যান্যরা।